সরাইল প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঁটানিসার-গুচ্ছ গ্রামের সদ্য নির্মিত সড়কটির টেকসই ও নান্দনিকতায় কাজ করছেন সমাজসেবক আব্দুল মালেক। এর মধ্য দিয়ে নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ, কুচনি, বুড্ডাসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের অপ্রত্যাশিত স্বপ্ন পূরণ হয়েছে।
রাস্তাটি নির্মাণ করার পরপরই সেটিকে এখন দৃষ্টিনন্দন করার জন্য মনোনিবেশ করেছেন আব্দুল মালেক। জানা গেছে ইতোমধেই সেই রাস্তায় তিনি বিদেশী জাতের ঘাস লাগানোর এক মহাপরিকল্পনা করেছেন। রাস্তার দুধারে তিনি বিভিন্ন ফলজ ও ওষুধি গাছ রোপনের কথাও ভাবছেন। এরফলে এই রাস্তাটি বিনোদনপ্রেমিদের জন্য একটি আকর্ষণের জায়গা হয়ে ওঠবে।
জানা যায়, বিগত প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে তিনি তার নিজস্ব অর্থায়নে নির্মান করেছেন এই এক কিলোমিটা দৈর্ঘ্যের রাস্তাটি। যেটি ইতিপূর্বে একটি গোপাট বা আইল ছিলো। এই রাস্তাটি নির্মাণ করতে প্রতিদিন প্রায় একশো নারী পুরুষ কাজ করেছেন। প্রত্যেকের দৈনিক মজুরিসহ খাবারের ব্যবস্থা করেছেন তিনি।
এ প্রসঙ্গে আব্দুল মালেক সাংবাদিকদের জানান, আমি পরিশ্রম করতে ভালোবাসি। মানুষের জন্য কাজ করা আমার নেশা। এজন্য আমি টাকা খরচ করতে ভয় পাই না। বরং মানুষের কল্যাণে কাজ করলে আমার ভালো লাগে। আমি মানুষের জন্য রাতদিন বিরামহীন কাজ করতে চাই। এটা এক ধরণের আনন্দ। এই আনন্দটা কীরকমরে সেটা আমি কাউকে ভাষায় বলে বুঝাতে পারবো না।
তিনি বলেন, যতদিন বেঁচে আছি আমি যেনো মানুষের জন্য কাজ করে যেতে পারি, সেজন্য আমি সকলের কাজে দোয়া চাই।
এক প্রশ্নের জবাবে, আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, আমি কাজকে ভালোবাসি। আমি কর্মপাগল মানুষ। কোনোকিছু পাবার জন্য আমি কাজ করি না। মানুষকে ভালোবেসে তাদের জন্য কিছু করতে চাই। আমি এমন কাজ করতে চাই- যেনো মানুষের উপকার হয়। তিনি বলেন, পৃথিবীর সকল ভালো কাজেরই প্রতিদান আছে। আমি এই কাজের বিনিময়ে মানুষের কাছে তাদের দোয়া চাই।
প্রসঙ্গত: আব্দুল মালেক কাটানিসার গ্রামের কৃতিসন্তান। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে, দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট, গ্র্যান্ড এ মালেক আবাসিক হোটেল, এ. মালেক কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টার। এছাড়াও তিনি দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান।
+ There are no comments
Add yours