সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কালিকচ্ছ গ্রামের গলানিয়া গ্রামের মো. মুনির মিয়ার ছেলে ইসমাইল (৬) ও এইক গ্রামের শাহাবাজ আলীর মেয়ে সাদিয়া (৫)।
দুপুর তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিবার দুপুরে সরাইল উপজেলার গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পাড়ে খেলা করছিলো ইসমাইল ও সাদিয়া। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা ওই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
+ There are no comments
Add yours