স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘মাদক সম্রাট’ এমরানকে (৩৭) ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এমরান উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারোজীবি পাড়ার আবদুল কাদের মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এমরান অপহরণসহ একাধিক মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলায় রয়েছে তার মাদকের বিশাল সিন্ডিকেট। নিজে ও একাধিক সদস্যদের মাধ্যমে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এমরানের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইস গিয়ার, ৬টি মুঠোফোন সেট, ৩৬৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতার এমরান শুধু মাদক কারবারি নয়। তার বিরুদ্ধে রয়েছে অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হচ্ছে।
+ There are no comments
Add yours