স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল- আশুগঞ্জ) উপ-নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
দাখিল করা ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাই করা হয়।
এরমধ্যে ৫ জন মৃত ও ভুয়া ভোটারের স্বাক্ষর থাকার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হয়। বাকি ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
+ There are no comments
Add yours