সরাইল ওরসের নামে চলছে মাদকের আসর!

Spread the love

সরাইল থেকে মনির হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের চৌরাগুদা যাওয়ার রাস্তার পাশে জলিল শাহ মাজারে ওরসের নামে চলছে মাদকের রমরমা আসর।
গত বৃহস্পতিবার থেকে তিন দিন যাবৎ চলছে জলিল শাহ মাজারের ওরশ। সেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা এসে সমবেত হয় ওরশে। প্রতিবছরের ন্যায় এবারো বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়েছেন ওরসে। তবে এক শ্রেণির মাদসেবী ওই মেলাকে ঘিরে মাদকের রমরমা আসর চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ এসে কিছুক্ষণ বাধা দিলেও পরক্ষণেই আবার আগের অবস্থা। অনেকেই ওরশের নামে অবাধে চলে মাদকের আসর ।
এ বিষয়ে সরাইল থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) আসলাম হোসেন বলেন, মাদকের বিরোদ্দে আমাদের অবস্থান সবসময়ই কঠোর।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours