রুদ্র মোহাম্মদ ইদ্রিস॥
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা জনাব জাফর ওয়াজেদ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি ও সকল সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হোন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের মসজিদ রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটি ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পিআইবি’র মহাপরিচালক তাঁর বক্তব্যে, গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। এসময় তিনি বলেন, সাংবাদিকদের পেশার প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সংবাদ সংগ্রহের জন্য সোর্স বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক সমাজে আপনাকে টিকে থাকতে হলে প্রতিটা কাজের অবশ্যই আউটপুট থাকতে হবে। এজন্য কাজের প্রতি দায়িত্ব নিতে হবে। পরিশ্রম করতে হবে।
পিআইবি’র মহাপরিচালক আমাদের প্রিন্ট মিডিয়ার অজানা ভবিষ্যৎ নিয়েও কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক মো. আরজু, আ ফ ম কাউছার এমরান, কবি জয়দুল হোসেন, জাফর ওয়াজেদ মহোদয়ের ব্যক্তিগত সহকারি নাজমুল হাসান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours