সাংবাদিক ইউনিয়নের কাজই হচ্ছে সাংবাদিকদের কল্যাণ পাশে থাকা- ওমর ফারুক

Estimated read time 1 min read

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সাথে সাংগঠনিক সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (মৌল-০৩১) নেতৃবৃন্দ। রবিবার বিকাল ৪ টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের একটি কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা পরিষদের সদস্য শাহনাজ বেগম পলি, বিএফইউজে সদস্য দি সাউথ এশিয়ান টাইমস এর সম্পাদক দীপক আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মো.মনির হোসেন, সহসভাপতি বিশ^জিৎ পাল বাবু, যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।
মতবিনিময়কালে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতা ওমর ফারুক বলেন,সাংবাদিক ইউনিয়নের মূল কাজই হচ্ছে সাংবাদিকদের কল্যাণ ও দু:সময়ে পাশে থাকা। সাংবাদিকদের প্রতি মুহুর্তেই শংকা-বিপদ মোকাবেলা করতে হয়। এ সময়টাতেই দরকার পড়ে সাংবাদিক ইউনিয়নের মতো সংগঠনের। সংঘবদ্ধ আওয়াজই পারে অশুভ শক্তিকে নাড়া দিতে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সফলতা কামনা সহ সহযোগিতার আশ^াস দেন।

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours