অনলাইন ডেস্ক।।
বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন।
গতকাল শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। সাংবাদিক রফিক ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।
শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা উল্টে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চেীধুরী বাপ্পি এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
+ There are no comments
Add yours