অনলাইন ডেস্ক॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বসেরা এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করে নিলেন মাগুরাবাসী।
বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় যান সাকিব। এ সময় সফরসঙ্গী হিসেবে সাকিবের সঙ্গে মাগুরায় যান জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু।
জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও সাকিবের গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার মানুষ ভিড় করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন সাকিব। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।
+ There are no comments
Add yours