অনলাইন ডেস্ক::
আন্দামান সাগরে থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। গতকাল বুধবার রাত পর্যন্ত এটি বাংলাদেশ থেকে অনেক দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তা বাংলাদেশের দিকে আসবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন আবহাওয়াবিদরা।
সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ ও ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আইএমডি গতকাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা অবস্থায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
+ There are no comments
Add yours