সানি লিওনের সিনেমা দেখতে উপচে পড়া ভিড়, সংঘর্ষ

Estimated read time 1 min read
Spread the love

বিনোদন ডেস্ক॥
‘অ্যানিমেল’ ঝড়ে কাঁপছে ভারত। চারিদিকে শুধুই অ্যানিমেল। ট্রেন্ডিংয়ের শীর্ষেও রণবীর কাপুরের অ্যানিমেল। সিনেমাহলে অ্যানিমেল দেখতে উপচে পড়া ভিড়। এরই মাঝে চমক দেখাল সানি লিওনের চলচ্চিত্র ‘কেনেডি’।সানি লিওনের সিনেমাটি দেখতে দর্শকদের ভিড় সামলাতে কষ্টই হয়েছে কলকাতায়। এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব। গত সপ্তাহে সালমান খান এসে উদ্বোধন করে যান এই উৎসবের। এ বছর এই উৎসবে প্রদর্শিত হবে ২১৯ টি চলচ্চিত্র। যার মধ্যে রয়েছে সানি লিওনের ‘কেনেডি। অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটি দেশজুড়ে অনেক জায়গায় দেখানো হয়নি। ফলে, কলকাতায় ‘কেনেডি’ দেখতে অসংখ্য দর্শক জড়ো হন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, রবিবার সন্ধ্যা ৭টায় কেনেডি দেখার কথা ছিল সিনেমাটির পরিচালক অনুরাগের। তিনি জানিয়েছিলেন, সকলের সঙ্গে বসে তিনি সিনেমাটি দেখবেন। তবে যেভাবে লাগামছাড়া ভিড় বাড়তে থাকে, দর্শকদের মধ্যে অস্বস্তি, অস্থিরতা চোখে পরে।
যে পরিমাণ আসন সংখ্যা তার থেকে তিনগুণ বেশি ভীড়! সময়ের সঙ্গে সঙ্গে শুধুই মানুষের সংখ্যা বাড়তে থাকে। লাইন দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন তারা। কিন্তু ঝামেলাটা বাঁধল এরপরেই। দর্শক আসন ভর্তি হয়ে গেলে নিরাপত্তারক্ষীরা দরজা বন্ধ করতে যান। এতেই মারমুখী হয়ে উঠেন বাকীরা। দর্শকদের অভিযোগ, ডেলিগেশন কার্ড রয়েছে তাদের। ফলে ঢুকতে দিতে হবেই। এরপরই শুরু হয়ে যায় হাতাহাতি যা একসময় সংঘর্ষে রুপ নেয়। এরপর কলকাতা পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। তবে, দর্শকসহ নিরাপত্তাকর্মীদের অনেকেই আহত হয়েছেন এই ঘটনায়।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours