চোরের ভয়ে গরু বিক্রি করে দেবার মতো ঘটনা এটি। বাড়িতে সাপের উপদ্রব দেখা দিলে সাধারণত মানুষ কার্বলিক এসিড ছড়ায় কিংবা সাপ ধরার জন্য ওজা বা সাপুড়ে ডাকে। কিন্তু সাপ তাড়াতে এই ব্যক্তি এমন একটা কঠিন পদক্ষেপ নিলেন।বাড়ি থেকে সাপ তাড়াতে গিয়ে কোটি টাকার বাড়িটিই পুড়িয়ে দিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টির এক ব্যক্তির বাড়ির বেজমেন্টে দেখা দিয়েছিল সাপের উপদ্রব। সাপ তাড়াতে বেজমেন্টে আগুন দেন তিনি। ভেবেছিলেন ছোট আকারের ওই আগুন সাপ তাড়ানোর পর নিভিয়ে দেবেন।
কিন্তু হঠাৎ সেই আগুন বেড়ে গিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শেষ হয়ে যায় ১ মিলিয়ন ডলারের যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি বাড়িটি।
মন্টগোমারি কাউন্টির দমকল বিভাগ পিট পিরিঞ্জার টুইটারে পুড়ে যাওয়া বাড়ির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
+ There are no comments
Add yours