সারাজীবনের উপার্জন ৬০০ কোটি টাকা দান ! 

Estimated read time 1 min read

ডেস্ক নিউজ॥

সারাজীবন পরিশ্রম করে কয়েকশো কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন ডঃ অরবিন্দ কুমার নামে এক ব্যক্তি।

রোজগারের পুরোটাই দরিদ্র ও অনাথ শিশুদের শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে দান করলেন এই শিল্পপতি। জানা গিয়েছে, তাঁর নিজের সারাজীবনের উপার্জন প্রায় ৬০০ কোটি টাকা। এর পুরোটাই দরিদ্রদের সেবায় দান করে দিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক শিল্পপতি।

 

ডঃ অরবিন্দ কুমার গোয়েল নামের ওই শিল্পপতির এই দানের গল্প এখন নেট দািনয়ায় ভাইরাল হয়েছে। তাঁর মতো মানুষের সংখ্যা সত্যিই বিরল বলা যায়। কিন্তু এত বিপুল টাকা রোজগারের পর তার পুরোটাই দান? এমন ক’জন করতে পারেন। সেই বিরল জাতের মানুষের মধ্যেই পড়েন ডঃ অরবিন্দ কুমার।

 

জানা গিয়েছে, তাঁর সমস্ত উপার্জন রাজ্য সরকারের সামাজিক খাতে দান করেছেন তিনি। পুরোটাই দরিদ্র ও অনাথ শিশুদের শিক্ষা ও চিকিৎসার কাজে লাগানো হবে বলে জানিয়েছেন তিনি। মোরাদাবাদের সিভিল লাইনে ডঃ অরবিন্দ কুমার গোয়েলের একটি বাংলো আছে। আপাতত তাঁর সম্পত্তি বলতে এই বাংলোটিই।

 

সোমবার রাতে নিজের সবকিছু দান করার ঘোষণা করেন তিনি। একজন সমাজসেবী ও প্রখ্যাত শিল্পপতি হিসাবে মোরাদাবাদে তিনি বেশ জনপ্রিয়। তাঁর এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মঙ্গলবার সকাল থেকেই তাঁর বাংলোয় ভিড় জমাতে থাকে লোকজন। জানা গিয়েছে, এই দান কাজের পেছনে সমর্থন ও ইচ্ছে ছিলো তার পুরো পরিবারের। আর এরফলেই এটা করা সহজ হয়েছে।

আপাতত তিনি এই মহৎ কাজের জন্য প্রশংসায় ভাসছেন, এমনটাই বলা যায়।

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours