অনলাইন ডেস্ক॥
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পল। ব্যক্তিগত জীবনে সংসার বেঁধেছিলেন তিনি। কিন্তু তার প্রথম সংসার টিকেনি। দীর্ঘ দিন একা থাকার পর ফের সম্পর্কে জড়ান অমলা। যদিও তা গোপন রেখেছিলেন। কয়েক দিন আগে চুমুর ভিডিও প্রকাশ করে প্রেমিককে পরিচয় করান এই অভিনেত্রী। এবার জানালেন, সেই প্রেমিককে বিয়ে করেছেন অমলা।
রোববার (৫ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে অমলা পল বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ল্যাভেন্ডার রঙের টপ ও স্কার্ট পরেছেন অমলা। তার সঙ্গে ছিল ম্যাচিং নেকলেস। অন্যদিকে তার বর পরেছেন সাদা রঙের কুর্তা-পাজামা, তার ওপর ল্যাভেন্ডার রঙের উত্তরীয়।
এসব ছবির ক্যাপশনে অমলা লিখেছেন, ‘সেই ভালোবাসা উদযাপন করছি, যা আমাদের একত্রিত করেছে। আমার ঐশ্বরিক পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’ তবে কবে কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে বিষয়ে কিছু জানাননি অমলা।
এর আগে টাইমস অব ইন্ডিয়া জানায়, অমলা পলের প্রেমিকের নাম জগত দেশাই। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। তার বাড়ি গুজরাটের সুরাটে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পেশার সঙ্গে জড়িত। পেশাগত কারণে উত্তর গোয়াতে বসবাস করেন তিনি। কয়েক দিন আগে ছিল অমলার জন্মদিন। বিশেষ এই দিনে পার্টির আয়োজন করেন অমলা। আর সেখানেই প্রেমিককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
+ There are no comments
Add yours