সোনার দাম বাড়ল  

Estimated read time 0 min read

অনলাইন ডেস্ক॥
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা থেকে ১ হাজার ৭৪৯ টাকা পর্যন্ত। রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম পুননির্ধারণের খবর জানানো হয়েছে। বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ৭৪৯ টাকা বেড়ে ২২ ক্যারেটের সোনার ভরির দাম পড়বে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে প্রতি ভরির দাম নির্ধারণ হয়েছে ৮৮ হাজার ৪৭১ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়ে দাম হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours