বিনোদন ডেস্ক॥
গত শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। উর্বশী রাউতেলাও ছিলেন।
কারণ বিশ্বকাপের আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ছিল এট্ িটি অনুষ্ঠিত হয়েছে
তবে খেলা শেষে হাসি মুখে ঘরে ফিরতে পারেননি উর্বশী। সবাই যখন পাকিস্তান বধের আনন্দে তৃপ্তির ঢেকুর তুলে ফিরছিলেন তখন ‘সনম রে’ সুন্দরীকে বের হতে হয়েছে হারানোর বেদনা নিয়ে। কেননা খেলা দেখতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছেন সোনায় মোড়া আইফোনটি। সামাজিক মাধ্যমে এ খবর মায়ানগরীর এ লাস্যময়ী নিজেই দিয়েছেন।
আগে যা ছিল টুইটার এখন তা এক্স। স্বর্ণের ফোন হারানোর যন্ত্রণা সেখানেই ভাগ করে নিয়েছেন উর্বশী। লিখেছেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগির সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।
+ There are no comments
Add yours