স্টাফ রিপোর্টার॥
ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৩০ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু স্কয়ার থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে বিইউজে।
সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন, বিইউজের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
+ There are no comments
Add yours