অনলাইন ডেস্ক॥
রেল যোগাযোগের অন্যরকম এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সবুজ পতাকা নেড়ে শুভ উদ্বোধন করবেন জাতির স্বপ্নসারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি উদ্বোধনের পরের দিন থেকে যাত্রী চলাচল শুরু হবে স্বপ্নের সেতু দিয়ে। স্বপ্নের এই পদ্মা সেতু দিয়ে রেল চলবে আগামীকাল মঙ্গলবার, কার শুভ উদ্বোধন।
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন পরিদর্শন করেছেন। সবকিছু ইতিবাচক করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণে রেলমন্ত্রীর এই পরিদর্শন কর্মসূচি বলছে রেলকর্তৃপক্ষ।
পদ্মা সেতুতে রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প। সেতু দিয়ে সড়ক পরিবহন নিশ্চিত করার পরেই রেল যোগাযোগের কর্মসূচি সরকার হাতে নেয়।
+ There are no comments
Add yours