অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম দামি বস্তু স্বর্ণ। গয়না বানাতেই নয় এই স্বর্ণ, ব্যবহার হয় নানান কাজে।
এটি সহজলভ্য একটি বস্তু। বিশ্বের অনেক দেশেই পাওয়া গেছে স্বর্ণের খনি। আপনি জানেন কি স্বর্ণের চেয়েও হাতির দাঁত আরও বেশি দামি বস্তু। শুনে অবাক লাগছে, তাই না।
লাখ লাখ টাকা দিয়ে হলেও হাতির দাঁতের জিনিস কেনা ‘গুড ইনভেস্টমেন্ট’ বলে মনে করেন অনেকে। কারণ, এটি বিরল ও দীর্ঘদিন টিকে থাকে। আর তাই আইভরিতে তৈরি জিনিসের শিল্পজাত, ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না।
আরও মজার ব্যাপর হলো, স্বর্ণের মতোই হাতির দাঁতের মূল্য ভীষণভাবে ওঠানামা করে। হাতির দাঁতে তৈরি জিনিসের দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
+ There are no comments
Add yours