প্রেস বিজ্ঞপ্তি॥
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্রাহ্মণবাড়িয়াতে অনুষ্ঠিত হয়ে গেল”স্বাধীনতা কাপ-২০২২” নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এই প্রথম ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাপক ভাবে তার আয়োজন করা হল নারী ব্যাডমিন্টন টুর্নামেন্টটি।খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি এর উদ্যোগে এবং ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সহযোগিতায় এই খেলার আয়োজন করা হয়।উক্ত টুর্নামেন্টে একক ও দ্বৈত দুইটি ইভেন্টে বিভক্ত হয়ে ২৮ জন নারী অংশগ্রহন করে।গতকাল সরকারী মহিলা কলেজ মাঠে তার উদ্বোধন করেন সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব এএসএম শফিকুল্লাহ।
বর্নিল ফাহমিদা রহমান অমি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিয়াজুদ্দিন জামি,সভাপতি ব্রাহ্মনবাড়ীয়া প্রেসক্লাব,মনির হোসেন,সাধারণ সম্পাদক,ব্রাহ্মনবাড়ীয়া সাংবাদিক ইউনিয়ন ,জনাব ফরহাদুল ইসলাম পারভেজ,যুগ্ন সম্পাদক,ব্রাহ্মনবাড়ীয়া সাংবাদিক ইউনিয়ন,ডাঃনুরুল হক উপদেষ্টা খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি, করবী চক্রবর্তী, সভাপতি,ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, সঞ্জয় কুমার দাস,সাধারণ সম্পাদক, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, সঞ্জিত কুমার রায়,সিনিয়র সহ-সভাপতি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ,শিশির সিকদার,সাধারণ সম্পাদক খেলে বাংলাদেশ স্পোর্টস সোসাইটি, সুমাইয়া সীমু,সহ-সভাপতি, খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি, সজিবুল ইসলাম ক্রীড়া সম্পাদক, খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি, জনাব পার্থ কিবরিয়া য়া,উপদেষ্টা খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি, উক্ত সভায় সভাপতিত্বে করেন জনাব আ ফ ম কাউসার এমরান,প্রধান উপদেষ্টা,খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি।
স্বাগত বক্তব্য প্রধান করেন মুক্তি খান,সি ই ও,খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি।বক্তারা নারীদের উন্নায়ন ও খেলাধুলায় মেয়েদের অংশগ্রহন নিশ্চিত করা ও উন্নায়নে আরো বেশি কাজ করার তাগিদ দিয়ে খেলো বাংলাদেশ স্পোর্টস সোসাইটি’র এমন উদ্যোগকে স্বাগতম জানান।
Itís difficult to find well-informed people about this topic, however, you sound like you know what youíre talking about! Thanks