অনলাইন ডেস্ক॥
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ।
অবরোধের প্রথম দিনে সড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে ৫৬ জোড়া ট্রেনের শিডিউল রয়েছে। এর মধ্যে দুপুর পর্যন্ত ২৬ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে গেছে, কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে স্টেশনে তুলনামূলক যাত্রীর চাপ কম।
কমলাপুর রেল স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, “স্টেশনে যাত্রীর চাপ কিছুটা কম। মূলত যারা আগে থেকে যারা টিকেট কেটেছিলেন তারাই স্টেশনে এসেছেন। তাৎক্ষণিক টিকেট কাটা যাত্রীর সংখ্যা কম। ট্রেনের শিডিউল নিয়মিত রয়েছে। বিপর্যয় হওয়ার সম্ভাবনা নেই।”
+ There are no comments
Add yours