বিনোদন ডেস্ক॥
ভারতের ক্রিকেট দলে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড় হলেন বিরাট কোহলি। ৫ নভেম্বর তার ছিল ৩৫তম জন্মদিন। এ বিশেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে ৪৯তম সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। এতে তিনি ছুঁয়ে ফেললেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করা ভারতীয় আরেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। কোহলিকে দিনভর শুভেচ্ছায় ভাসিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে দিনের শুরুতেই কোহলি তার সেরা বার্তাটি পেয়েছিলেন স্ত্রী অভিনেত্রী অনুশকা শর্মার কাছ থেকে। এরপর তো শত রানের ঝড়ো ইনিংস, অপরাজিত। ভক্তদের সঙ্গে এই আনন্দ মুহূর্তের উদযাপনটা ভাগ করে নিয়েছেন আনুশকাও। সেঞ্চুরি হাঁকানোর সেই মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লেখেন, জন্মদিনে তুমি নিজেকেই দেখিয়ে দিয়েছ। এর আগে সামাজিকমাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনুশকা লেখেন, তিনি তার জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী।
+ There are no comments
Add yours