রেদোয়ান হাসান:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের ২৩তম এই প্রধান বিচারপতি।
এ সময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান বিচারপতির সফরসঙ্গী ছিলেন আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এ সময় জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুর সোয়া ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। উল্লেখ্য, শুক্রবার বিকেলে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে শপথ পাঠ করানোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours