হলুদের বাম্পার ফলন: কোটি টাকা লাভের আশা

Estimated read time 1 min read
Spread the love

স্টাফ রিপোর্টার॥

হলুদ চাষ করে বাম্পার ফলন হওয়ায় কোটি টাকা লাভের আশা করছেন এক কৃষক। অনাবাদি ২৫ বিঘা জমিতে হলুদ চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষি উদ্যোক্তা রবিউল ইসলাম রবি। এ হলুদ থেকে তিনি এবার কোটি টাকা লাভের আশা করছেন। পাশাপাশি প্রতিদিন তার কৃষি খামারে ৫০-৬০ জন মানুষের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। হলুদ ক্ষেত পরিচর্যায় কাজ করছেন ২৫-৩০ জন নারী-পুরুষ। অন্যান্যরা বাদ বাকি কাজ করছেন।

জানা যায়, সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি। এবার তিনি ৩৫ বিঘা জমি লিজ নিয়ে ২৫ বিঘা জমিতে হলুদ চাষ করেছেন। চলতি বছরের বৈশাখ মাসে এসব জমিতে রোপণ করেন হলুদ। মাত্র সাড়ে ৪ মাসে হলুদের গাছ থেকে তিনি বিঘা প্রতি প্রায় ২০০ মণ ফলনের আশা করছেন। তিনি ব্যবসার পাশাপাশি গত বছর অনাবাদি দেড় বিঘা জমিতে বগুড়া পাটনাই জাতের হলুদ চাষ করেছিলেন। এতে এক বিঘা জমিতে হলুদের ফলন হয়েছিল ১৬০ মণ।

তার খামারে কাজ করা স্থানীয় এক শ্রমিকরা জানান, আগে তারা কাজ পেতেন না। এখন রবিউলের বিভিন্ন ফসলের ক্ষেতে ও পুকুরে প্রতিদিন কাজ করছেন। এতে তারা ভালো আয় করে সংসার চালাতে পারছেন। তার চাষাবাদ দেখে স্থানীয়রাও উদ্বুদ্ধ হয়ে মসলা জাতীয় ফসল চাষে আগ্রহী হচ্ছেন।

তরুণ কৃষি উদ্যোক্তা মো. রবিউল ইসলাম রবি বলেন, ‘কৃষির মতো ব্যবসায় এতটা লাভের সম্ভাবনা নেই। তাই তিনি ৩৫ বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। এর মধ্যে অনাবাদি ২৫ বিঘা জমিতে হলুদ ও ১ বিঘা জমিতে আদা চাষ করেছেন। বাকি জমিতে বাদাম, কপি, মুলা ও আখ চাষ করেছি। হলুদ চাষে ২৫ বিঘায় সব মিলিয়ে প্রায় ২০-২৫ লাখ টাকা খরচ হবে। যদি ফসলের ন্যায্য মূল্য পান তাহলে খরচ বাদ দিয়ে শুধু এ মৌসুমে হলুদ থেকে ৫০ লাখ, অন্য ফসল ও পুকুরের মাছ থেকে ৫০ লাখ মোট ১ কোটি টাকা লাভ হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলের মাঠে কাজ করে অনেকেই উপার্জন করছেন। স্মার্ট কৃষি গড়ার লক্ষ্যে সঠিকভাবে পরামর্শ ও সরকার যদি আমার মতো উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেয় তাহলে আরও বড় করে কৃষিতে অগ্রসর হতে পারবেন। এতে আরও মানুষের আয়ের উৎস বাড়বে। দেশে মসলা এবং সবজি জাতীয় ফসলের চাহিদা পূরণ করার পাশাপাশি কৃষি উদ্যোক্তাও বাড়বে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়- এ জেলার মাটি উর্বর, উঁচু এবং মাঝারি উঁচু হওয়ায় সবজি ও ফলের চাষ অনেক ভালো হয়। প্রতি বছর এখানে প্রায় ১৪০ হেক্টর জমিতে আদা, ২৫০ হেক্টর জমিতে হলুদ, ১৫০০ হেক্টর জমিতে ফুলকপি, ৯০০ হেক্টর জমিতে মুলা ও ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়। এছাড়া অন্য ফসল ভালো চাষ হয় এবং ফলনও ভালো হয়।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours