হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী

Estimated read time 0 min read
Spread the love

সংবাদদাতা ॥

বিয়েটাস্মরণীয় করে রাখতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. ফারজাহান জহির চৌধুরী। সোমবার দুপুরে মৌলভীবাজার থেকে হেলিকপ্টারে চড়ে বিকেলে সিলেট থেকে কনে ডা. মেহজাবিন রশিদ নুহাকে নিয়ে ফেরেন বর ফারজাহান জহির।

জানা যায়, দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে সিলেটের কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে যান বর। বিকেলে কনেকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিনি। এদিকে এ দম্পতিকে দেখতে ভিড় করেছেন শতাধিক উৎসুক মানুষ। ভিড় সামলাতে ও নিরাপত্তা দিতে কাজ করেছে পুলিশ।

পরিবার সূত্র জানায়, ডা. ফারজাহান জহির চৌধুরী আমেরিকান প্রবাসী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামের জহির মিয়া ও ফারজানা চৌধুরীর ছেলে। তারা আমেরিকার মাউন্ট সিনাই এভিনিউর বাসিন্দা।

এছাড়া কনে ডা. মেহজাবিন রশীদ নুহা সিলেটের ফেঞ্চুগঞ্জের ইসলামপুর গ্রামের কামাল হারুনুর রশীদ ও নাজমিন আক্তারের মেয়ে। তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours