অনলাইন ডেস্ক॥
৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৫ তে। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৭ গোল করেছেন তিনি। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো।
চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। রোনালদো অবশ্য এতেই সন্তুষ্ট হচ্ছেন না। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন।
তিনি বলেন, ১ হাজার গোলের লক্ষ্য অর্জন করতে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।’
+ There are no comments
Add yours