ডেস্ক নিউজ ॥
১০০ বছর টিকে থাকবে এমন ব্যাটারি তৈরির কথা কি কখনো কল্পনা করেছেন? এই অসম্ভবকেই সম্ভব করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। বলা হচ্ছে, অবিশ্বাস্য এই ব্যাটারি দিয়ে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হবে বিরল পেসমেকার এ। এছাড়াও মঙ্গলগ্রহের মিশনে মহাকাশযান পর্যন্ত সবকিছুতে ব্যবহার করা যাবে। ব্যাটারিটি পারমাণবিক শক্তি দ্বারা নির্মিত এবং প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে অন্তত ১০ গুণ বেশি শক্তিশালী। জানা যায়– শটকি ডায়োড হিসেবে পরিচিত হীরের তৈরি সেমিকন্ডাক্টর দিয়ে ব্যাটারিটি তৈরি করা হয়েছে। শটকি ডায়োড একটি রেডিওঅ্যাকটিভ রাসায়নিক যা ব্যাটারির প্রধান জ্বালানি হিসেবে পরিচিত। নির্মাতা সেই বিজ্ঞানীরা দাবি করছেন, স্থায়ী পেসমেকার থেকে শুরু করে মহাকাশ অভিযানেও এটা ব্যবহার করা যাবে। দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তারা। ব্যাটারিটিতে ইলেক্ট্রন ও পজিট্রন– এই দুই ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়েছে। আর তাই কোনো ক্ষতি ছাড়াই মানব শরীরের ভেতরেও এটি রাখা যাবে। ব্যাটারি গবেষণা প্রকল্পের পরিচালক বলেন, ব্যাটারি ব্যবহারে এরই মধ্যে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে এবং এটা এখন চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহার করা যাবে।
+ There are no comments
Add yours