১৮ বছর পর আদালতের নির্দেশে নিজের জমি ফেরত ফেলেন প্রকৃত মালিক

Spread the love

আলমগীর ওসমান ভুইয়া, স্টাফ রিপোর্টার॥

দীর্ঘ ১৮ বছর অর্থাৎ দেড় যুগ পর বিজ্ঞ আদালতের নির্দেশে পৈতৃক জমি ফিরে পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত ইদ্রিস চোধুরী (প্রকাশ ওয়ালী চৌধুরীর) ছেলে মো. রফিকুল ইসলাম।

ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি এতোদিন দখল করে আসছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। দীর্ঘদিন এ নিয়ে আদালতে মামলা চলে। আদালতের বিচারক জমির কাগজপত্র ও অন্যান্য বিষয়াদী পর্যালোচনা করে জমির মূল মালিক রফিকুল ইসলামকে ওই জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।
তারই পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর (বুধবার) নূরপুর গ্রামে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে সেই জমি বুঝিয়ে দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নূরপুর গ্রামের মো. রফিকুল ইসলাম গংদের পৈতৃক জমি থেকে উচ্ছেদ করার জন্য একই এলাকার কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে তা ভোগ দখল করে আসছে। এ নিয়ে রফিকুল ইসলাম জেলা জজ আদালতে ২০০৫ সালে দেওয়ানী মামলা করেন। যার মামলা নং ২০৮/২০০৫।
জেলা বিজ্ঞ জজ আদালত উভয়পক্ষের কাগজ পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক মামলার বাদী রফিকুল ইসলাম এর পক্ষে রায় প্রদান করেন।

জমির মালিক রফিকুল ইসলাম বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি।আমার পৈতৃক ১ একর সাড়ে ৩৪ শতক সম্পত্তি দীর্ঘ ১৮ বছর পর ফেরত পেয়েছি। এতে আমি অনেক খুশি।

 

 

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours