বিনোদন ডেস্ক::
সাম্প্রতিক বছরগুলোয় হিন্দি সিনেমায় যে কয়েকজন অভিনেত্রী ধারাবাহিকভাবে সফল হয়েছেন, তাদের অন্যতম কিয়ারা আদভানি। মাত্র নয় বছরের ক্যারিয়ারেই বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে কিয়ারা গুগলে সার্চ তালিকায় সবার ওপরে রয়েছেন। ২০১৪ সালে কমেডি সিনেমা ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ছবিটি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি, ১২ কোটি ২৮ লাখ রুপি আয় করে ফ্লপ তকমা পায়। দুই বছর অবশ্য ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে সাফল্য পান। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন কিয়ারা। ছবিটি ১৩৩ কোটি রুপি আয় করে।
+ There are no comments
Add yours