৮২ আসনে প্রার্থী দিল বিএনএম

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে মাত্র ৮২টি আসনে প্রার্থী দেয়ার ব্যাখায় দলটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।’
বিএনএম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এসব চৌকস সদস্যদের নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলে খুব শিগগিরই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। জনগণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন ফিরে পাবে।
বিএনপি ও জাতীয় পার্টির সাবেক নেতাদের দলে ভিড়িয়ে আলোচনায় উঠে এসেছিল বিএনএম। তাদের মধ্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দলটি। তিনি একই আসন থেকে বিএনএমের ‘নোঙ্গর’ প্রতীকে নির্বাচন করবেন। একইসাথে চাঁদপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ড. মো. শাহজাহান। বরগুনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ড. আবদুর রহমান, নীলফামারী-১ আসনে সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাতক্ষীরা-৪ সাবেক এমপি এর এইচ এম গোলাম রেজা, সুনামগঞ্জ-৪ আসনে সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন ও জামালপুর-৪ আসনে সাবেক এমপি মামুনুর রশিদ।
এছাড়া পাবনা-২ আসনে সংগীত শিল্পী ডলি সায়ন্তনী, ঢাকা-৬ অধ্যাপক ডা. আব্দুল মান্নান, ঢাকা-১১-হোসেন আহমেদ আশিক, ঢাকা-১৬ রীতা রহমান, ঢাকা-১৯ সাইফুল ইসলাম, ঢাকা-২০ মিঠু মোল্লা, নীলফামারী-৪ কমান্ডার (অব.) এম সাজেদুল করিম, ব্রাক্ষণবাড়িয়া- একরামুজ্জামান, ব্রাক্ষণবাড়িয়া-৩ শাহ জামান রানা, কক্সবাজার-৪ তাহা ইয়াহিয়া, কুড়িগ্রাম-৩ ড. মো. সফিউর রহমান, যশোর-৪ সুকৃতি কুমার মন্ডল, বাগেরহাট-৩ সুব্রত মন্ডল, নাটোর-৪ গাজী আবু সায়েম রতন, ঝালকাঠি-১ গাজী মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল-৬ খন্দকার ওয়াহিদ মুরাদ, টাঙ্গাইল-৮ আব্দুর রহিম, নারায়ণগঞ্জ-৩ অ্যাড. এবিএম ওয়ালিউর রহমান, পটুয়াখালী-২ এসএম এনায়েত করিম, হবিগঞ্জ-২ এসএ এম সোহাগ, খুলনা-৪ এসএম আজমল হোসেন, খুলনা-৬ এসএম নেওয়াজ মোরশেদ, চট্টগ্রাম-১২ এয়াকুব আলী, বরিশাল-৪ মাহবুবুল আলাম দুলাল, সাতক্ষীরা-৩ অ্যাড. হোসনে আরা হক, রাজশাহী-৩ একেএম মতিউর রহমান, নেত্রকোনা-২ এবিএম রফিকুল ইসলাম তালুকদার, মানিকগঞ্জ-৩ এ খালেক দেওয়ান, কুষ্টিয়া-২ আরিফুর রহমান, টাঙ্গাইল-২ এমরান হক চৌধুরী, টাঙ্গাইল-৩ জাকির হোসেন, টাঙ্গাইল-৭ বিল্লাল হোসেন, বাগেরহাট-২ সোলায়মান শিকদার, ফরিদপুর-৩ গোলাম রব্বানী খান, যশোর-৩ শেখ নুরুজ্জামান, ময়মনসিংহ-১০ হাবিবুল্লাহ বেলালী, কুমিল্লা-৯ হাছান মিয়া, রাজশাহী-৪ সাইফুল ইসলাম রায়হান, সিরাজগঞ্জ-১ সবুজ আলী, রাজশাহী-১ শামসুজ্জোহা, রাজশাহী-২ কামরুল হাসান, রাজশাহী-৫ শরিফুল ইসলাম, লালমনিরহাট-৩ শামীম চৌধুরী, সাতক্ষীরা-২ কামরুল হাসান, বগুড়া-৩ রফিকুল ইসলাম সরদার, বগুড়া-৭ মো. রনি, নেত্রকোনা-৪ মজিবুর রহমান, সুনামগঞ্জ-১ মাসুদুর রহমান দোলন, বরগুনা-১ মাসুদ কামাল, পঞ্চগড়-২ এস মাহমুদ হাসান, গাইবান্ধা-৩ মঞ্জুরুল হক,বাগেরহাট-১ মঞ্জুর হোসেন শিকদার, হবিগঞ্জ-৩ অব. মেজর মো বদরুল আলম সিদ্দিকী, নোয়াখালী-১ আরিফুর রহমান, কুষ্টিয়া-১ মো আলাউদ্দিন, টাঙ্গাইল-৪ আবু তৌহিদ ভূঁইয়া, রাজশাহী-৬ মো আব্দুস সামাদ, খুলনা-২ আব্দুল্লাহ আল আমিন, সিরাজগঞ্জ-৫ আব্দুল হাকিম, সাতক্ষীরা-১ আব্দুর রশিদ, টাঙ্গাইল-৫ মেজর (অব.) মো তৌহিদুর রহমান চাকলাদার, সিরাজগঞ্জ-৩ গোলাম মোস্তফা, বাগেরহাট-৪ রেজাউল ইসলাম রাজু, হবিগঞ্জ-৪ মোখলেছুর রহমান, জামালপুর-৪ মো. মামুনুর রশিদ, সিরাজগঞ্জ-৬ মোহাম্মদ শামীম, কক্সবাজার-২ মোহাম্মদ শরীফ বাদশা, কুষ্টিয়া-৪ ড. শামসুল আলম, শেরপুর-১ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ্, চাঁপাইনবাবগঞ্জ-৩ মোহাম্মদ আব্দুল মতিন, গাজীপুর-১ মোহাম্মদ আর্শেদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ-১ মোনায়েম খান, কুষ্টিয়া-৩ মোস্তফা কামাল মারুফ ও সিরাজগঞ্জ-২ অব. মেজর মুহা. হানিফ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours