কবিতা
****
বহুদিন পর
আব্দুল মালেক
***
বহুদিন পর
তোমার ফোনটা
বিজি দেখালো
বুকের ভিতর কচকচ করছে।
মনে হলো একটা যন্ত্রণা
আমাকে তাড়া করছে
মনে হলো
আমি মনের অজান্তেই
এক শিকারির সামনে
এসে দাঁড়িয়েছি
এখন পালাবার কোনো পথ
খোলা নেই আমার জন্য।
আমি দৌড়ে পালাচ্ছি
পালাচ্ছি আর পালাচ্ছি
পালাচ্ছি আর পালাচ্ছি।
আমার চোখ তখনো
ফোনের গ্লাসের উপর
তীরের মতো।
+ There are no comments
Add yours