ঝড় ও বৃষ্টি
মোঃ আঃ কুদদূস
***
কখনো বৃষ্টি আসে।
কখনো ঝড় আসে।
কখনো বৃষ্টি ও ঝড় একসাথে আসে।
কখনো বৃষ্টি ঝড়কে বলে,
অনেকদিন পর দেখা হলো।
কখনো ঝড় চলে যায়।
এরপর বৃষ্টি বসে থাকে।
এমনি করে ঝড় ও বৃষ্টির মাঝে বাড়তে থাকে দূরত্ব।
তখন ঝড় বলে, অবশেষে আমরা দুইপথে চলে গেলাম।
কখনো বৃষ্টি ও ঝড় — কেউই আসে না।
দুজন হারিয়ে যায় বিজন বালুচরে।
তদুপরি ঝড় বৃষ্টি খোঁজে —
আগুনমুখোর মোহনায়।
পরিশেষে রাতবিরাতে আগুনের ফুলকি ছড়ায় নির্ঘুম খোয়াবের নীল সীমানায়।
৭ আগস্ট ২০২২
বরিশাল
+ There are no comments
Add yours