চলো মেঘ হই
কবি: জায়েদা আনোয়ারী মিনু
***
আজকের সকালটা কেমন যেনো
অনেকটাই অন্যরকম একটা ফ্লেভারে মেশানো।
হৃদয় গহীনে আজ
ফুটেছে অজস্র হাস্না হেনা
তার মায়াবতী সুবাসে বিমুগ্ধ চারিধার।
অবরুদ্ধ কায়া দীর্ঘশ্বাসের জেলখানায়
দন্ডপ্রাপ্ত কয়েদীর মতো হাপিতেষ করছে।
উদাসী প্রহরগুলো যেনো
রাধার জলভরা চোখ টলোমল
কৃষ্ণের বাঁশরীর প্রতীক্ষায় তৃষাতুর।
আজ মন মেতেছে কীসের নেশায়!
তুমি কি মেঘ হবে?
চলো মেঘ হই
চলো ভেসে যাই নিজস্বতায়।
সূতা ছেঁড়া ঘুড়ির মতো হয়ে যাই নিরুদ্দেশ
বাতাসের দোলনায় দুলি দু’জনে।
জমকালো আনুষ্ঠানিকতায় স্বপ্নের সিঁড়ি ভাঙি
রুপকথার রাজকুমার- রাজকন্যার মতো।
সময়ের বৈরিতাকে পিছনে ফেলে
ছুটি মুক্ত পাখির মতো
আজ খুব পাশাপাশি, কাছাকাছি থাকি।
মুহুর্মুহু বিদ্যুৎ আর বজ্রধ্বনির জন্ম যদি হয়
তবে হোক
আজ মেঘের দেশেই জন্ম হোক
এক বিদগ্ধ প্রেমরে প্রণয় উপাখ্যান।
০৩.০৯.২০২২
+ There are no comments
Add yours