Estimated read time 1 min read

রুদ্র মোহাম্মদ ইদ্রিস এর দুটি কবিতা

(এক) সময়ের জামাকাপড় ছিলো খুবই সংক্ষিপ্ত

 

দুর্ভিক্ষের ভয় ছিলো-
স্বপ্নের- পথের এবং শূন্য বাহুর।

আমার গৃহপালিত ট্রেনের কাছে এসে তুমি সিটি বাজালে
আমরা চলতে শুরু করলাম-সবুজ আলোয়
গ্রাম-নদী-গাছপালা- সাগরের ঢেউ সব দৌড়াচ্ছে
আমাদের পিছনে!

এর আগে বাবা- মা ছাড়া আমি এই শহর ছেড়ে কোথাও যায়নি
এমনকি নানাবাড়ি গেলেও মায়ের আঁচলই ছিলো ভরসা।

অথচ আজ আমি এক প্রজাপতি অথবা বসন্তবৃষ্টি
তোমাকে মনে হচ্ছে বটবৃক্ষের মতো স্থায়ী কোনো অভিভাবক
অথবা যাত্রীবিহীন কোনো উড়োজাহাজ
আমরা দুজনই এখানে অদক্ষ অথচ সাহসী পাইলট!

আমরা চা খাবার বিরতিতে নামলাম-আনন্দবাজার
আমরা আসার আগে এটার নাম ছিলো বৃক্ষনগর।

চায়ের কাপে চুমুক দেবার আগে
আমি তোমার দিকে তাকাই
দুটি কাপেই সাঁতার কাটছি আমরা দুজন
সময়ের জামাকাপড় ছিলো খুবই সংক্ষিপ্ত।

(দুই) জলগুলো বেশ উচ্ছ্বসিত ও প্রাণবন্ত!

বাইরে থেকে
কারো হাত জানালার পর্দা সরালো
চোখ দেখলো
কয়েক ফোটা বৃষ্টি হাসছে
পাট গাছগুলোর শরীর বেয়ে বেয়ে পড়ছে দুঃখ
জলগুলো বেশ উচ্ছ্বসিত ও প্রাণবন্ত!

মনে হলো এক কিশোরী নদী তার শরীর থেকে
এক সকাল বানের জল পাঠিয়েছে
সে জানতো আজকে আমাদের প্রাত:রাশ অনির্দিষ্ট ছিলো।

নারী নদী জল ও বৃষ্টি
এরা চিরকালই দয়াবতী হয়।
০৩.০৮.২০২৩

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours