Estimated read time 1 min read
Spread the love

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
স্টাফ রিপোর্টার॥
মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে জাতীয় সরকারি ছুটি থাকায় এ বন্দর একদিন বন্ধ রাখা হয়। ভারতের আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বন্ধ থাকার বিষয়টি আমাদের জানান। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours