কবিতা: আমি অনন্যা নই
কবি: তাজইনা তাসনীম
কবি, সেদিন তোমার কবিতা পেলাম,
কালো গাইয়ের সদ্য দোহনো
দুধের মতো টাটকা কবিতা।
আমায় বসিয়েছো দেবীর আসনে,
যতই মুগ্ধ হই এই উপমায়,
এ যেন চোখ ধাঁধানো ঝকমকে
সোনার গয়নার মতো!
এতে চোখ ভরে, মন ভরে না কেনো?
তারচেয়ে বেলী ফুলের মালা-ই ভালো।
ফুল শুকালে ও গন্ধটা থেকে যায়!
বিশ্বাস করো, আমি দেবী নই,
নই কোন তিলোত্তমা-অপ্সরা,
সাধারণ মানুষ!
যখন এক আটপৌরে নারীকে
হৃদয়ে দেবে ঠাঁই,
তখনই তোমার কবিতা
হয়ে উঠবে অবিনাশী, অমর স্বপ্রাণ।
(সাত অক্টোবর দুই হাজার তেইশ) রাজশাহী
+ There are no comments
Add yours