কবিতা: চেনাঅচেনা
কবি: মোঃ আঃ কুদদূস
তারপরও খুঁজে বের করতে হবে
কোন এক জোনাকি জ্বলা সন্ধ্যার-
যেখানে পাখির কিচিরমিচির,
নদীর কুলুকুুলুু তান
কিংবা চাঁদের মায়াবী আলো
ভাসিয়ে নেয় ক্ষুধার্ত মানুষের হাহাকার
অবাক হলেও সত্য
এমনি উপত্যকা, গিরিপথ, পান্থশালা
কিংবা মাথা গোঁজার অজস্র আশ্রয়
কিন্তু গ্রামেশহরে ঢের গড়ে উঠেছে
সেসব চেনাঅচেনা গলিপথ মাড়িয়েই
একদিন বৃষ্টিস্নাত বিরহী গোধূলিতে
কিংবা ঘোর অমাবস্যায়
মুখোমুখি বসে
শতাব্দীর জয়গান গেয়ে
পৃথিবীকে বলে যাব-
আমরা মহাকালের ক্ষুদ্রাতিক্ষুদ্র
দুটি অবিন্যস্ত অবিনশ্বর প্রাণ
৪ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
+ There are no comments
Add yours