কবিতা: কুমিরের কান্না
কবি: তাজইনা তাসনীম
পুড়ছে গাজা, তাই না দেখে
কাঁদছে হাপুস কুমির ভাই,
বলছে কেঁদে,”এই দুনিয়ায়
এমন জালিম আর তো নাই”
শুধাই তারে,”কুমির ভায়া
ছিলেন কোথায় এতো দিন?
বাবা,মায়ের,বোনের,ভাইয়ের
শুধতে হবে রক্ত ঋণ।”
“তিরিশ বছর ফিলিস্তিনের
চোখে রাঙা খুন ঝরে,
তখন কেন তোমার মুখে
কুলুপ মারা সিল পড়ে?”
+ There are no comments
Add yours