অনলাইন ডেস্ক॥
এক ঝলক দেখলে আপনিও মনে করবেন ইনি বুঝি দীপিকা পাডুকোন। এই অভিনেত্রী কে বলুন তো? তবে বলিউডের নয়, ইনি দক্ষিণের দীপিকা। চেহারায় মিল থাকলেও এই অভিনেত্রী কিন্তু বারে বারেই জড়িয়েছেন নানা বিতর্কে।
দক্ষিণী সিনেমায় খুব জনপ্রিয় এই অভিনেত্রীর নাম অমলা পল। অবিকল না হলেও মুখ ও চেহারার আদলে অনেকটাই মিল রয়েছে দীপিকার সঙ্গে। তাই দক্ষিণী দীপিকা নামে অমলার খ্যাতি রয়েছে।
মডেলিংকে পেশা হিসেবে নিলেও ২০০৯ সালে সিনেমায় প্রথম হাতেখড়ি হয় তাঁর। প্রথম মালয়ালম ছবি ‘নীলথামারা’-তে সবার নজর কাড়েন অমলা। একে একে তালিম, মালয়ালম, কন্নড়— বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ইতিমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করে ফেলেছেন অমলা।
সাত বছরের অভিনয় জীবনে এক গুচ্ছ পুরস্কার রয়েছে অমলার ঝুলিতে। ২০১১ সালে সেরা তামিল অভিনেত্রী পুরস্কারের পাশাপাশি জিতে নেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৩ সালে সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরে ফেলেন অমলা। তা ছাড়াও ‘থালাইভা’ ছবিতে ‘ফেভারিট হিরোইন’ হিসেবে জিতেছেন ‘বিজয় অ্যাওয়ার্ড’।
+ There are no comments
Add yours