ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ৯ মামলায় আসামি ১০৪২, গ্রেফতার ৭০

Spread the love

স্টাফ রিপোর্টার॥

সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ৪২ জনকে আসামি করে ৯টি মামলা করেছে পুলিশ। গত রবিবার রবিবার জেলার ৯ থানার মধ্যে আট থানায় এসব মামলা করা হয়েছে। এরমধ্যে অন্তত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের দাবি, দেশব্যাপী হরতাল ঘোষণা করার পর শনিবার রাজধানীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও চেষ্টা চালানো হয়। জেলার অনেক জায়গায় ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনা পুলিশ ৬৯ জনকে আটক করে।

এরমধ্যে নাসিরনগরে ১০ জন, সদরে ১০, আশুগঞ্জে চারজন, বাঞ্ছারামপুরে পাঁচজন, সরাইলে চারজন, আখাউড়ায় নয়জন, বিজয়নগরে নয়জন ও নবীনগরে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

এসব ঘটনায় সদর মডেল থানায় দুইটি মামলায় অজ্ঞাতসহ ৩১০ জন, নাসিরনগর থানায় ১৫৪ জন, আশুগঞ্জ থানায় ৮৩ জন, বাঞ্ছারামপুর থানায় ৯৬ জন, সরাইল থানায় ১০০ জন, আখাউড়ায় থানায় ১৭৯ জন, বিজয়নগর থানায় ৭৮জন ও নবীনগর থানায় ৪২জনকে আসামি করে পৃথক মামলা করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours