কবি ও গীতিকার মোঃ আঃ কুদদূস এর তিনটি কবিতা
১) অদম্য উচ্ছ্বাসে
শালিকের চোখের মতন ক্ষুদ্র প্রান্তে
আগামীর অনাবিল যাত্রাপথ
মাঝপথে কৃষ্ণমেঘ
অথবা বিলাসী রোদ
রোদ হোক বা বৃষ্টি নামুক
ঠিকানার শেষ সীমানায় পিপীলিকার মতন ছোট্ট পায়ে হাজির হবে পান্থরা
অদম্য উচ্ছ্বাসে
অনুরাগের ভেলায়
এই যাত্রা চলবে নিরন্তর
৩ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
২) কিন্তু এর শেষ কোথায়?
হঠাৎ বৃষ্টির মতো রজকিনীর মুখ হতে ঝরে পড়ল আমার একগাদা প্রমাদ
কিন্তু আমি ত কোনো ত্রুটি করি নি
তবু পালা করে সকালবিকাল কিংবা রাতবিরাতে আমার খানিকটা খুঁত না ধরতে পারলে যেন সে কল্লাকাটা ধরের মতো ছটফট করে
এটা তার মজ্জাগত অভ্যাস
কিন্তু এর শেষ কোথায়?
কেউ জানে না
আমি জানি
এর শেষ বজ্রপাতের মতো দুর্বার আঘাতে
ফলে হয়তো সে হাসবে
নয়তো আমি কাঁদব
এবং অন্তিম নীরবতা নেমে আসবে মহাপৃথিবীর বুকে
৬ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
৩) জোনাকির মিটিমিটি হাসি দেখে
এলোমেলো ভোর
পাখিদের কোলাহল কানে আসে না
শীত মেঘের মতো হারিয়ে গেছে সব শোরগোল
অদৃশ্য কুয়াশায় ঢাকা পড়েছে আগামীর সব স্বপ্ন
এখন আমি নির্ভার
পৃথিবী এমনই
সময়ের গিরিখাতে হারিয়ে যায় প্রত্যাশার ভেলা
তবু বেলাঅবেলায় বেঁচে থাকে দুষ্টের শিরোমণি
এভাবেই হয়তো সবাই বাঁচে জোনাকির মিটিমিটি হাসি দেখে
খানিকটা সময়ে — অন্ধকার আসার ঠিক আগে
৮ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া
+ There are no comments
Add yours