এক ডজন শিল্পী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী

Estimated read time 1 min read

অনলাইন ডেস্ক॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। এই হাওয়া লেগেছে শোবিজ অঙ্গনেও। শোবিজের বেশ ক’জন তারকা শিল্পী এখন রাজনীতির মাঠে সক্রিয়। গেল কয়েক বছর ধরে সেই তালিকাটা আরও লম্বা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করছেন তারা। এদের মধ্যে প্রায় এক ডজন শিল্পী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী।

মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। চার দিনব্যাপী ফরম বিক্রির কার্যক্রমে ইতিমধ্যেই দলটির হয়ে ফরম কিনেছেন সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, মমতাজ বেগম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক রুবেল ও সিদ্দিকুর রহমান। আর দলটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহের দৌড়ে এখনো এগিয়ে আছে বেশ ক’জন তারকা শিল্পীর নাম।

জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। বিক্রির প্রথম দিনই তারা ফরম সংগ্রহ করেন। এর মধ্যে শমী কায়সারের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তার প্রতিনিধিরা। আর মনোনয়নপত্র সংগ্রহ করে একই দিনে জমা দিয়েছেন রোকেয়া প্রাচী।

রোকেয়া প্রাচীর কথায়, ‘প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব। আর যদি সে সুযোগ নাও পাই, তারপরও কাজ করব। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।’

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে ফরম কিনেছেন ও জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাংবাদিকদের তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’

বাগেরহাট-৩ আসনে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান। তার কথায়, ‘রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি, প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।’

চিত্রনায়ক রুবেল বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় রুবেল বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। আর যেহেতু আমি বাবুগঞ্জের ছেলে, তাই সেই আসনে নির্বাচন করে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।’

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। এ সময় সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ, আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’

এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকেই।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours