আমি ফিলিস্তিন
আকাশ আহমেদ (হিমালয়)
আমি ফিলিস্তিন
আমি বিশ্ব তুলিয়া সত্য গাইব;
আমি চেঙ্গিস হইব
ইসরায়েল শোষিত মাথা,
লুটাইয়া দিতে মাটিতে।
ক্লাইভের মতো শোষিয়া লইব
ইসরায়েলের বুঁক চিরিয়া স্বাধীনতা।
আমি মোহাম্মদী বেগ হইয়া
ওথেলোর মতো শান্তি ভুলিয়া
ইসরায়েল করিব মহাশ্মশান;
ফিলিস্থিন তরে।
আমি আমেরিকার অ্যাটম বোমা
কিংবা উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র সাজিয়া
ইসরায়েল করিব রণক্ষেত্র।
আমি হিটলারের মতো হব উন্মাদ
মোসোলিনীর মতো ভয়াবহ
চিনিয়া লইব আপন স্বার্থ
গাইব ফিলিস্তিন জয়গান।
+ There are no comments
Add yours