নিঃসঙ্গ আমি
সুপ্রিয়া বিশ্বাস।
যতটা ভালবাসি আমি তোমায় ঠিক ততটাই নিঃসঙ্গ আমি,
কারণ তোমাতেই পরিপূর্ণ হতে চেয়েছিলাম আমি!
হয়তো বুঝেছিলে,নয়তো বোঝনি তুমি!
নীরব নিস্তব্ধতায় তোমাতেই আবদ্ধ আমি
তবুও নির্লিপ্ত আজ তুমি দারুন উদাসীনতায়!
ভালবাসা ছিল বলেই তো কষ্টে আছি আমি,
একাকী পাহাড়ের মত দাঁড়িয়ে আছি নির্জন কোন সীমানায়
তোমার পরিবর্তনের আশায়!
বুকের মাঝে কান্নারা সমূদ্রের স্রোতের মত দিন রাত বয়ে যায়,
ভালবাসি বলেই তো কান্নারা ফেনায়িত সমূদ্রের ঢেউ হয়ে দিগন্তে মিলিয়ে যায়
নতুন কোন ঠিকানায়!
নক্ষত্রেরা অজানায় রয়ে গেল আমার তোমার কাছে
নক্ষত্রের সীমা পরিসীমা পরিমাপের ক্ষমতা হয়তো আমার তোমার নাই।
হৃদয় খান খান হয়ে ভেঙ্গে গেলেও হয়তো শোননি সেই কান্নার শব্দ,
কারণ হৃদয় তো কাঁচের তৈরী নয়।
নীরবে নিভৃতে ভেঙ্গে গেছে যে হৃদয়
তাকে ফিরিয়ে আনার মত স্বদিচ্ছা আজ আর কারো নাই।
সে আজ নিক্ষিপ্ত নর্দমায়।
+ There are no comments
Add yours